শনাক্ত কমলেও করোনায় এখনও যে শঙ্কা

এহছান খান পাঠান :
দেশে বর্তমানে জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক বলা যায়। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানা ছাড়া তেমন কোনো বিধি নিষেধ নেই। দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে ধীরে ধীরে। হাসপাতালগুলোতে তেমন একটা চাপ নেই করোনা রোগীদের। দেশে অক্টোবরের শেষে ও নভেম্বর মাস থেকে শীত পড়তে শুরু করে। শীতকালে স্বাভাবিক নিয়মে শ্বাসকষ্টসহ নানা শীতরোগ দেখা দেয় দেশজুড়ে। যার প্রকোপে বয়স্ক ও শিশুরা বেশি সমস্যায় থাকে। করোনায় মানুষের শ্বাসতন্ত্রে বেশি আক্রান্ত করে। এই অবস্থায় আমাদের শঙ্কা, শীত ও করোনা মিলিয়ে আবার যেনো কোনো সঙ্কটময় পরিস্থিতি তৈরি না হয়, থাকা দরকার বিশেষ প্রস্তুতি।
অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে করোনার প্রচারণায় যেন সামনের দিনগুলিতে কোনো ঘাটতি না থাকে। এছাড়া দেশে ভ্যাকসিন কর্মসূচির দারুণ ইতিবাচক ধারা আরো জোরদার করা দরকার। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলোতে ভ্যাকসিন কার্যক্রম আমাদের চেয়ে বহুগুন বেশি থাকলেও সেখানে করোনার প্রকোপ আবারও বেড়েছে। কী কারণে তা হচ্ছে, দেশের চিকিৎসা বিজ্ঞানী ও স্বাস্থ্য মন্ত্রণালয় খতিয়ে দেখতে পারে বিভিন্ন জার্নাল ও নিয়মিত তথ্যের বিচারে। সামনের দিকে নতুন করে কোনো পরিস্থিতি যেনো আবারও থমকে না দেয় আমাদের জীবন ও জীবিকাকে, সেদিকে চিন্তা করে সবাইকে এখনও সচেতন থাকতে হবে নিজেদের স্বার্থে।
(এহছান খান পাঠান, নির্বাহী সম্পাদক, দৈনিক অর্থনীিতর কাগজ)