সিএমপির এসি পদে ৫ জনের রদবদল

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২২, ০২:০৮ অপরাহ্ন   |   পুলিশ প্রশাসন


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।


সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহাদত হুসেন রাসেল এ তথ্য নিশ্চিত করেন।  

আদেশে এসি (সদর) অতনু চক্রবর্তীকে (ট্রাফিক-দক্ষিন) জোনের এসি ও (ট্রাফিক-দক্ষিন) জোনের এসি মু শরিফুল ইসলামকে এসি (পিওএম) হিসেবে পদায়ন করা হয়েছে। এসি (পিওএম) মোহাম্মদ বেলায়েত হোসেনকে (বায়েজিদ বোস্তামী) জোন ও এসি (বায়েজিদ বোস্তামী) মো.শাহ আলমকে এসি (পাঁচলাইশ) হিসেবে পদায়ন করা হয়েছে। এসি (পাঁচলাইশ) মো. শহীদুল ইসলামকে এসি (সিটিএসবি) হিসেবে পদায়ন করা হয়েছে।  

পুলিশ প্রশাসন এর আরও খবর: