এসবি প্রধানের মায়ের মৃত্যু, ডিএমপি কমিশনারের শোক

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১০:৪২ অপরাহ্ন   |   পুলিশ প্রশাসন


পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলামের মা বেগম হালিমা খাতুনের মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি জানান, এসবি প্রধানের মা বেগম হালিমা খাতুন  শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৭ টা ২৫ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। রত্নগর্ভা এই মহিয়সী নারী এক পুত্র ও তিন কন্যা সন্তানের জননী ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা বেগম হালিমা খাতুনের মৃত্যুতে ডিএমপি কমিশনার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

পুলিশ প্রশাসন এর আরও খবর: