ফরিদপুরে দুর্গা পুজায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে – ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১১:০৮ অপরাহ্ন   |   পুলিশ প্রশাসন



নাজিম বকাউল (ফরিদপুর ) : 

ফরিদপুর জেলাকে পুজা আয়োজনের ঐতিহ্য মন্ডিত জেলা বিবেচনায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবুর রহমান।

বৃহস্পতিবার (৭ ই অক্টোবর)  রাতে তিনি শহরের চৌধুরী বাড়ী পুজা মন্ডপ, গোয়ালচামটের মিনিবাস মালিক সমিতি ও বাস মালিক সমিতির পুজা মন্ডপ এবং গৌর গোপাল আঙ্গীনা পুজা মন্ডপ পরিদর্শন কালে এ তথ্য জানান।

তিনি বলেন, আয়োজনে অনন্য হওয়ায় আশেপাশের জেলা থেকেও এখানে দর্শনার্থী আসেন। ফলে করোনার বিষয়টি মাথায রেখে সাবলীল ভাবে পুজা উদযাপনে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এসময় ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিপিএম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল গফফার তার সাথে ছিলেন। 

পুলিশ প্রশাসন এর আরও খবর: