শান্তা সিকিউরিটিজে গাজী মহিবুলের যোগদান

পুঁজিবাজারের অন্যতম প্রধান ব্রোকারেজ হাউস 'শান্তা সিকিউরিটিজ লিমিটেডে' এজিএম পদে যোগদান করেছেন গাজী মহিবুল আলম। বুধবার (০৩ নভেম্বর, ২০২১) তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।
এর আগে গাজী মহিবুল এভিপি ও সিনিয়র ম্যানেজার হিসেবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডে কর্মরত ছিলেন। গত রবিবার (৩১ সেপ্টেম্বর) তিনি সিটি ব্যাংক ক্যাপিটাল থেকে পদত্যাগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী পাশ করে গাজী মহিবুল ২০০৯ সালে আইডিএলসি সিকিউরিটিজের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ইবিএল সিকিউরিটিজে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। 'গাজী' নামে সমাধিক পরিচিত গাজী মহিবুল পুঁজিবাজারে পোর্টফলিও ব্যবস্থাপক হিসেবে এক যুগ যাবত সুনামের সঙ্গে কাজ করছেন।