এমবাপেকে নিয়ে অতি আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কাইলিয়ান এমবাপে- গত কয়েক মৌসুম ধরেই এমন মুখরোচক গুঞ্জন শোনা যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলে। কিন্তু এখন পর্যন্ত কোনো মৌসুমেই সত্য প্রমাণিত হয়নি এ গুঞ্জন। এখনও পিএসজিতেই রয়ে গেছেন এমবাপে।
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লেওনার্দোর মতে, এমবাপেকে নিয়ে অতি আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। যে কারণে ৩ বছর ধরে একই গুঞ্জন শোনা যাচ্ছে এমবাপে ও রিয়াল মাদ্রিদকে ঘিরে। রিয়ালের এই অতি আত্মবিশ্বাসে খোঁচা মারতেও ছাড়েননি লেওনার্দো।
স্কাই স্পোর্ট ইতালিকে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর বলেছেন, ‘মাদ্রিদে তারা গত তিন বছর ধরেই নিশ্চিত যে, এমবাপে শেষ পর্যন্ত রিয়ালের জার্সিতেই খেলবে। হয়তো তারা এ বিষয়ে অতি আত্মবিশ্বাসী।’
এ বিষয়ে খোঁচা মারলেও, দুই পক্ষের আলোচনার কথা ঠিকই স্বীকার করেছেন লেওনার্দো, ‘সত্যি বলতে একটা আলোচনা সবসময়ই ছিল। তবে দোহায় কোনো বিশেষ কিছু হয়নি। এমবাপে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করে। তার থেকে যাওয়ার সম্ভাবনা আছে। আবার চলেও যেতে পারে। পুরোটাই তার সিদ্ধান্ত।’