আইপিএলে ডাক পেলেন 'জুনিয়র মালিঙ্গা'

শ্রীলঙ্কার উঠতি পেসার মাতিশা পাতিরানা। বয়স মাত্র ১৯ বছর। বোলিংয়ের ধরন স্বদেশী কিংবদন্তি লাসিথ মালিঙ্গার মতো হওয়ায় তাকে 'জুনিয়র মালিঙ্গা' নামে ডাকেন অনেকে। এবার সেই তরুণ পেসার ডাক পেলেন আইপিএলে।
ইনজুরির কারণে কিউই পেসার অ্যাডাম মিলনের আইপিএল শেষ হয়ে যাওয়ায় পাতিরানাকে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার হয়েছিলেন মিলনে।
পাতিরানা এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা দলের হয়ে খেলেছেন। এ বয়সেই আবার ডাক পেয়ে গেলেন আইপিএলেও। এককথায় ক্যারিয়ারের শুরুতেই স্বপ্ন ছোঁয়ার পথে এই তরুণ।
চলতি আইপিলে চেন্নাইয়ের অবস্থা বেশ শোচনীয়। এখন পর্যন্ত ছয় ম্যাচে মাত্র ১ জয়ের দেখা পেয়েছে ধোনি-জাদেজার দল। আজ রাতে তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। রোহিত শর্মার দলের অবস্থা আরও খারাপ। ৬ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি সাবেক চ্যাম্পিয়নরা।