মেয়ের স্কুল খুলছে, তাই সাকিব যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১০:৫৩ অপরাহ্ন   |   খেলাধুলা



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ফিরে এলেও টেস্ট সিরিজে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম টেস্টের আগে না পারলেও দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় ফেরার কথা কথা ছিল তার।


কিন্তু সেখানে যাওয়ার বদলে বিশ্বসেরা অলরাউন্ডার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। কারণ তার বড় মেয়ের স্কুল খুলে যাচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

জানা গেছে, সাকিবের সঙ্গে যাচ্ছেন না তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। কারণ সাকিবের শাশুড়ির ক্যান্সারে আক্রান্ত। তাই শিশির নিজের মায়ের কাছেই থাকছেন। তাই সাকিব তার বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এ কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না সাকিব।