​​​​​​​সেঞ্চুরিয়নে ইতিহাস গড়া বাংলাদেশ এখন ডারবানে

 প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০৩:৫৩ অপরাহ্ন   |   খেলাধুলা



 
রঙিন পোশাকে দক্ষিণ আফ্রিকায় দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেল বাংলাদেশ। এবার সাদা পোশাকে নতুন উদ্যমে মাঠে নামবে তারা। প্রথম টেস্ট খেলতে বৃহস্পতিবার (২৪ মার্চ) ডারবানে পৌঁছেছে এই সংস্করণের দলের সদস্যরা।

আর সাকিব আল হাসানসহ ওয়ানডে দলের বাকি সদস্যরা ফিরছেন দেশে। সাকিব পারিবারিক কারণে দেশে ফিরছেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হলে আবার যাবেন দক্ষিণ আফ্রিকায়। এছাড়া মোস্তাফিজুর রহমান যাচ্ছেন ভারতে, আইপিএল খেলতে।

৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথমবার দেশটিতে ওয়ানডে সিরিজ জেতা অধিনায়ক তামিম ইকবাল মনে করছেন টেস্টেও জয়ের ভালো সুযোগ আছে।

তামিম বলেন, ‘আমরা যেভাবে খেলছি, টেস্টে আমাদের ভালো সুযোগ আছে। তবে এখানে পাঁচ দিনের খেলা। এটা একেবারেই ভিন্ন একটি সংস্করণ।’

প্রোটিয়াদের মাটিতে ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাসে ভরপুর পুরো দল। কোচ রাসেল ডমিঙ্গোও তামিমদের মনে করিয়ে দিচ্ছেন তাদের সামর্থ্যের কথা। তামিম বলেন, ‘কাল ম্যাচ শেষে রাসেল (ডমিঙ্গো) দারুণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, এই সিরিজ জেতার পর তোমরা যদি বিশ্বাস না করো যে, তোমরা বিশ্বকাপ জিততে পারবে, তাহলে আর কোনো কিছুতে বিশ্বাস করতে পারবে না। আমি মনে করি, এটা খুব ভালো বার্তা। আমার মতে, এই জয় দিয়ে শুরু হলো।’

ওয়ানডেতে তামিম পেরেছেন, এবার টেস্টে কি মুমিনুল হক পারবেন নিউ জিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকাতেও সাদা পোশাকে দেশের ক্রিকেটকে রঙিন করতে?