ইংল্যান্ড দল থেকে বাদ আর্নল্ড-জেমস

 প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৩:৫২ অপরাহ্ন   |   খেলাধুলা




সুইজারল্যান্ড ও আইভরি কোস্টের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ইংল্যান্ড দলে থেকে বাদ পড়েছেন রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও রিস জেমস। স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত তারা ইনজুরির কারণে ছিটকে গেলেন।

গত সোমবার আরও জানানো হয়, গোলরক্ষক অ্যারন রামসডেল এবং স্ট্রাইকার ট্যামি আব্রাহামও ইনজুরির কারণে স্কোয়াডে থেকে বাদ গেছেন।


আর্নল্ড, জেমস ও রামসডেল গত সপ্তাহে নিজেদের ক্লাবের হয়েও মাঠে নামতে পারেননি।

প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন ক্রিস্টাল প্যালেসে খেলা টাইরিক মিচেল ও সাউদাম্পটনের কাইল ওয়াকার-পিটার্স। আলেকজান্ডার-আর্নল্ড ও রিস জেমসের পরিবর্তে তারা সুযোগ পাচ্ছেম। গোলরক্ষক স্যাম জনস্টোন ও ওলি ওয়াটকিন্সকও দলে স্থান পেয়েছেন।

আগামী ২৬ মার্চ সুইজারল্যান্ড এবং ২৯ মার্চ আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। দুটি খেলাই ওয়েম্বলি স্টেডিয়ামে হবে।