বিজয় দিবসে কেপিএল সিজন-২ উদ্বোধন

অশ্রু মল্লিক:
মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঐতিহ্যবাহী কারফা গ্রামে ২য় বারের মতো কারফা প্রিমিয়ার লিগ (কেপিএল) সিজন-২ শুরু হতে যাচ্ছে ১৬ ডিসেম্বর। কেপিএল এ অংশগ্রহণকারী মোট দলের সংখ্যা ৬ টি।
ইতোমধ্যে জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ সংলগ্ন মাঠে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কতৃপক্ষ। কর্তৃপক্ষ জানায় উক্ত মাঠের সংস্কার কাজে ব্যয় হয় প্রায় লাখ টাক। নিজস্ব অর্থায়নে ও যুবসমাজের উদ্যোগে মাঠের এ সংস্কার কাজ করেছে কতৃপক্ষ।
কেপিএল কে ঘিরে নানা ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নবীন প্রবীনদের মিলনমেলায় পরিণত হবে কেন্দ্রীয় মাঠটি। দূর দুরন্ত থেকে ছুটে আসে উক্ত খেলা উপভোগ করতে। অগণিত মানুষের ভিড় ও নবীনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফুটে উঠে বিশাল এক মিলনমেলায়।
কারফা প্রিমিয়ার লিগ (কেপিএল) আয়োজিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছে আশিষ রায়, রিপন বিশ্বাস, প্রণয় বিশ্বাস, প্রতিম বিশ্বাস ও রিপন রায়। তাদের সাথে কথা কথা বলে জানা যায়- শারীরিক, মানসিক বিকাশের ক্ষেত্র হিসেবে খেলার মাঠের আকর্ষণ নয়, চারিত্রিক গুণাবলীর বিকাশের জন্যও সমান আকর্ষণীয় হল খেলার মাঠ। খেলার মাঠে পারস্পরিক সহযােগিতা, সহাবস্থান, ত্যাগ, উদারতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলীর বিকাশ ঘটায়।
আয়োজিত কমিটির এক সদস্য প্রণয় বিশ্বাস জানায়- জীবন সংগ্রামে খেলাধুলায় পারে মানুষ কে উপযুক্ত করে গড়ে তুলতে। তাই খেলাধুলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। ফলশ্রুতিতে, কারফা যুবসমাজের উদ্যোগে ২য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে কেপিএল সিজন-২।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী কারফা গ্রামে ২০২০ সালে প্রথম বারের মত কারফা প্রিমিয়ার লিগ (কেপিএল) আয়োজিত হয়েছিল।