আফগানিস্তানের ক্রিকেট পরিস্থিতি পর্যবেক্ষণে আইসিসির কমিটি

তালিবানদের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের চলমান ক্রিকেট পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সে আলোকে দেশটির ক্রিকেটকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন- সে লক্ষ্যে একটি পর্যবেক্ষক দল গঠন করেছে ক্রিকেটে অভিভাবক সংস্থা আইসিসি।
ইমরান খাজার নেতৃত্বে আইসিসির এই নিরপেক্ষ পর্যব্ক্ষে দলে রয়েছেন রস ম্যাককুলাম, লসন নাইডু এবং পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। এই কমিটি আফগানিস্তানে গিয়ে দেশটির ক্রিকেট পরিস্থিতি পর্যবেক্ষণের পর আগামী মাসে আইসিসি বোর্ডের সামনে তাদের রিপোর্ট পেশ করবেন।
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এক বিবৃতিতে এই পর্যবেক্ষক দল গঠন সম্পর্কে বলেন, ‘আইসিসি বোর্ড সব সময়ই আফগানিস্তান ক্রিকেটকে সহযোগিতা করতে বদ্ধ পরিকর। বিশেষ করে দেশটির পুরুষ এবং নারী ক্রিকেটের উন্নয়নে আইসিসি সব সময় কাজ করে যাচ্ছে। সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, আরো কার্যকর কোনো পদ্ধতিতে আমাদের সদস্য দেশটিকে সহযোগিতা করতে। যাতে তারা নতুন সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রেখে, তাদের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে।’
আইসিসি চেয়ারম্যান বলেন, ‘সৌভাগ্যক্রমে আফগানিস্তানে ক্রিকেট এমন একটি অবস্থায় রয়েছে যে, খেলাটি ইতিবাচক পরিবর্তনে ভুমিকা রাখতে পারছে। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল পুরো দেশের গর্ব এবং ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। একই সঙ্গে এই খেলাটির সঙ্গে তরুণ প্রজন্মের ব্যাপক সংযোগের কারণে ইতিবাচক পরিবর্তনটা হচ্ছে অনেক বেশি। আমরা চাই, আফগানদের মর্যাদা (টেস্ট এবং ওয়ানডে খেলার) রক্ষা হোক। একই সঙ্গে চেষ্টা করছি এসিবি’র (আফগানিস্তান ক্রিকেট বোর্ড) মাধ্যমে এ কাজটা করে যেতে এবং খুব কাছ থেকে দেশটির ক্রিকেটকে পর্যবেক্ষণ করতে ও সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে।’
তালিবানরা ক্ষমতা দখল করার পর আফগানিস্তানের ক্রিকেট একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু পরে জানা যায়, তালিবানরা বরং ক্রিকেট পছন্দ করে এবং তারা দ্রুত ক্রিকেটারদের মাঠে ফেরার সুযোগ করে দেয়। কারণ, ওই ঘটনার কিছুদিন পরই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তালিবানরা চেয়েছিল, তাদের ক্রিকেট দল যেন নির্বিঘ্নে ক্রিকেট বিশ্বকাপ খেলে আসতে পারে।