নেট দুনিয়ায় ভাইরাল ‘মওকা মওকা’ ভিডিও

আগামী ২৪ অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের খেলা। আর বিশ্বকাপের আগেই নেটদুনিয়ায় ছড়িয়ে পরেছে ভারত-পাকিস্তানের ভক্তদের নিয়ে তৈরি ‘মওকা মওকা’ ভিডিও। যা এখন রীতিমতো ভাইরাল। ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় থেকেই ‘মওকা মওকা’ ভিডিও শুরু হয়েছিল।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এবারের বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের পক্ষ থেকে তাঁদের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে শেয়ার করা হয় নতুন ‘মওকা মওকা’ ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পাকিস্তান সমর্থক টিভি কিনতে একটি শো-রুমে পৌঁছেছেন। সেখানকার ভারতীয় দোকানী তখনই তার সঙ্গে মজা করেন।
তাকে অফার দেওয়া হয়, একটি টিভি ভাঙলে একটি টিভি ফ্রি। আসলে ভারতের কাছে হারলেই পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের টিভি ভাঙতে দেখা যায়। বহুবার এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এবারও যদি ভারতের কাছে পরাস্ত হয় পাকিস্তান, সেকারণেই ওই সমর্থককে দ্বিতীয় একটি টিভি বিনামূল্যে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অনেকেই এই নিয়ে মজার মজার কমেন্টও করেছেন।