বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব মিডিয়াকে ভয় পায় না: কাতারি যুবরাজ

চলতি দলবদল মৌসুমে পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে সংবাদমাধ্যমগুলোতে নানা রকম গুঞ্জন চলছে। কিন্তু তাদের দেওয়া এমন খবরগুলোর চাপকে কিছুই মনে করছেন না কাতারি যুবরাজ খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানি।
এমবাপ্পেকে দলে ভেড়াতে রিয়ালের দেয়া প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করে পিএসজি। এরপর দ্বিতীয় প্রস্তাব দিলে এখনও সাড়া মেলেনি ফরাসি ক্লাবটির। তরুণ এ ফরোয়ার্ডের লস ব্লাঙ্কোসদের সঙ্গে যোগ দেয়ার ঘটনা একের পর এক সংবাদমাধ্যমগুলোতে আসছে। বিষয়টিকে চাপ হিসেবে নিলেও সংবাদমাধ্যমকে ভয় পান না বলে জানান কাতারি যুবরাজ।
খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানি হচ্ছেন ফরাসি ক্লাবটির প্রকৃত মালিক তথা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সৎ ভাই।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব সংবাদমাধ্যমের চাপকে পরোয়া করে না। ’
খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানি সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয়। এর আগেও মেসির দলবদল থেকে শুরু করে এমবাপ্পের রিয়ালে যাওয়ার গুঞ্জন নিয়ে একের পর এক পোস্ট করে যান তিনি।