দোহারে চির সবুজ সংঘের অনূর্ধ্ব-১৩ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজনীন সিকদার (দোহার-নবাবগঞ্জ) :
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আউলিয়াবাদে চিরসবুজ সংঘের আয়োজনে অনূর্ধ্ব ১৩ আন্তঃএকাডেমি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
চিরসবুজ সংঘের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (রবি) ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন চির সবুজ সংঘের সাধারণ সম্পাদক নূরুল আমীন কফিল।