আজই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা : বাংলাদেশের জয়কে ‘অঘটন’ আখ্যা ভারতীয় গণমাধ্যমে

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২১, ০৩:৪৯ অপরাহ্ন   |   খেলাধুলা




অস্ট্রেলিয়া  বাংলাদেশের উইকেটে খেই হারিয়েছে। দুই ম্যাচেই অসিদের ১২৫ রানের কমে বেঁধে রাখেন বাংলাদেশের বোলাররা।  ধীর গতির ব্যাটিংয়ে কারণে দু’ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বাংলাদেশ দলের প্রশংসা করছে বিশ্বক্রিকেট। অথচ   অথচ কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে— ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’।এভাবেই বাংলাদেশের এই জয়কে খাটো করা হয়েছে ‘অঘটন’ শব্দ জুড়ে দিয়ে। বাংলাদেশের এমন জয়ে বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা।

 সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামছে টাইগাররা। দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করার ভালো সুযোগ। আজ সিরিজের তৃতীয় ম্যাচ জিততে পারলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি জিতবে বাংলাদেশ।সিরিজ হারলে, হোয়াইটওয়াশের হুমকির মুখে পড়বে দল।তৃতীয় ম্যাচের আগে ব্যাটিং সমস্যা সমাধানের জন্য দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। নয়তো সিরিজ হার বরণ করতে হবে দলকে। গতকাল (৫ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ান দলের অনলাইন সংবাদ সম্মেলনে মোস্তাফিজের নামটা শুনতেই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার অ্যাগার হাসি দিয়ে বলেন, ‘সে অবিশ্বাস্য বোলার। এককথায় দুর্দান্ত। তার স্লো বলটা করার যে সামর্থ্য তা চোখধাঁধানো।প্রথম ম্যাচে ২টি ও দ্বিতীয় ম্যাচে ৩টি উইকেট নেন মোস্তাফিজ।তৃতীয় টি-টোয়েন্টিতে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার ও ওপেনার জস ফিলিপে ফিজের শিকারে পরিণত হন। তিনজনই বল বুঝতে না পেরে বোকা বনে যান।

 ২০১৫ সালে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে হঠাৎ করেই অভিষেক হয়ে যায় মোস্তাফিজুর রহমান নামে অচেনা এক তরুণ পেস বোলারের।  মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেই বাংলাদেশসহ পুরো ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেন তিনি।ওই সিরিজে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন।আইসিসি ও আইপিএলের সেরা উদীয়মান প্লোয়ারও নির্বাচিত হন। কিন্তু এরপরই চোটে পড়েন। চোট থেকে ফিরলেও নিজের সেরা অস্ত্র কাটার ও স্লোয়ার ডেলিভারিতে যেন মরিচা ধরেছিল।  তবে আশার কথা হলো- মোস্তাফিজের পুরনো রুপ আবারও ফিরে এসেছে। ঘরের মাঠে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে কাটার মাস্টারকে যেন খেলতেই পারছেন না অজি ব্যাটম্যানরা।





সর্বশেষ গত বুধবার (৪ আগস্ট) পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টাইগারদের সেরা দুই পারফরমার হলেন আফিফ হোসেন ও মোস্তাফিজুর রহমান।আর এতে দুই সিনিয়র সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করেছে দলের তরুণ ক্রিকেটাররা।
এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানের কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে।


আফিফদের খেলা দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে নাজমুল হাসান পাপান বলেন, ‘যে সাহস করে ওরা পারফর্ম করলো তা আমার অনেক ভালো লেগেছে।তরুণরা নিয়মিত সুযোগ পেলে আসন্ন বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি দল আরও ভালো হয়ে উঠবে বলেই আশা করি।নাজমুল হাসান পাপন আশা করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মাধ্যমে টাইগারদের স্কোয়াড আরও পরিণত হবে।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি এবং টি স্পোর্টসে।