র‍্যাব সদরদফতরে কিছুক্ষণ পরপর লেবুর জুস চেয়ে খেয়েছেন পরীমনি

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২১, ০২:৩৮ অপরাহ্ন   |   খেলাধুলা


গত বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাজধানীর অভিজাত এলাকা বনানীর বিলাসবহুল বাসায় প্রায় চার ঘণ্টার অভিযানের পর বিপুল পরিমাণ মাদকসহ আটক নায়িকা পরীমনিকে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।  র‍্যাব সদরদফতরে পৌঁছানোর কিছুক্ষণ পরপর তিনি লেবুর জুস চেয়ে খেয়েছেন।২০ ঘণ্টার মতো র‍্যাবেই ছিলেন পরীমনী। পরীমনিকে র‍্যাব সদরদফতরের জিজ্ঞাসাবাদ কক্ষে রেখে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে তার আচরণ ছিল স্বাভাবিক।  জিজ্ঞাসাবাদের সময় তিনি র‍্যাব কর্মকর্তাদের সহযোগিতা করেছেন।
রাতে সদরদফতর পৌঁছানোর পর পছন্দমতো পরীমনি- দুটি সিদ্ধ ডিম, ভাত ও চায়নিজ সবজি খান। এছাড়া তাকে লেবুর জুস দেয়া হয়। এছাড়াও সকালে পরীমনিকে দেয়া হয় পরোটা, সিদ্ধ ডিম ও গরুর মাংস। পরীমনি দুপুরে খেয়েছেন ভাত, মুরগির মাংস ও সবজি-ডাল।

 প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়। রাত ৮টা ৪৫ মিনিটে ওই গাড়ি কুর্মিটোলায় র‍্যাব সদরদফতরে পৌঁছায়।

নানী থানায় র‍্যাবের করা মাদকের দুটি মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে পরীমনি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করলে  শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত প্রাঙ্গণ থেকে ৯টার পর তাদের গাড়িতে করে ডিবি কার‍্যালয়ে নেয়া হয়। সেখানে মাদকের মামলায় চার দিনের রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ। 

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, বনানী থানায় র‍্যাব বাদী হয়ে মামলা পৃথক দুটি মামলা করে।
চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের পৃথক দুটি মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া রাজের পর্নোগ্রাফির একটি মামলা আমাদের কাছে আছে। সেটি তদন্তে কাজ চলছে।পরীমনি ও রাজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।


উল্লেখ্য, র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  গত বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযানে যান র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‍্যাব। রাত ৮টার দিকে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে  তাকে আটক করে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। 

পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‍্যাব এরপর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। রাজের বাসা থেকেও মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র‍্যাব। । প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে রাজকে বনানীর বাসা থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র‍্যাব সদস্যরা। 

 চিত্রনায়িকা পরীমনি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছেন। ভগিরাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।প্রথমবার ফেল করলেও দ্বিতীয়বার এসএসসি পাশ করে। পরে স্থানীয় একটি কলেজে ভর্তি হলেও বরিশালে থাকা খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয়। উচ্ছৃঙ্খল জীবনের জন্য খালাতো ভাইয়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পর ২০১৯ সালে দ্বিতীয় ও ২০২০ সালে তৃতীয় বিয়ে হয় পরীমনির। শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এ পর্যন্ত ৩০টি সিনেমা ও ৫-৭টি টিভিসিতে অভিনয় করেছেন। তাকে পিরোজপুর থেকে ঢাকার সিনেমা জগতে আনেন প্রযোজক নজরুল ইসলাম রাজ।

কিন্তু তারকাখ্যাতি পাওয়ার পর ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় এখন রূপালি জগতের রোশনাইয়ের বিপরীত দিকও দেখতে হচ্ছে এই চিত্রনায়িকাকে।মাত্র ছয় বছরের ক্যারিয়ারে ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর আলোচিত পর্দায় প্রীতিলতা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনেই ঘটে অন্য ঘটনা। 
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলছেন সিনেমা মুক্তির আগেই হঠাৎ তারকাখ্যাতি পাওয়ার পর তার অপেশাদার আচরণের কারণে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন বলে জানান পরিচালক নজরুল।ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে চলচ্চিত্রের ভূমিকায় অভিনয় করছেন পরীমনি।
রাজধানীর ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ফেইসবুক পোস্ট করার নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগে মামলা করেন পরীমনি।সেই মামলায় ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ (৫০) ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখন জামিনে রয়েছেন।