আসুন ঢাবি শিক্ষার্থী মাসুদের পাশে দাঁড়াই

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২২, ০৪:৪২ অপরাহ্ন   |   সোস্যাল মিডিয়া



অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা  গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি আছে।মাসুদের দুটো কিডনী বিকল হওয়ার পাশাপাশি হৃদযন্ত্রে ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে।তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তার পরিবার সমাজের নানা স্তরের মানুষের সাহায্য চেয়েছে।
আসুন! আমরা এই মেধাবী শিক্ষার্থীকে তার মায়ের কোলে ফিরিয়ে দিই।মাসুদ আবারো আমাদের মাঝে ফিরে আসুক, কোলাহলে মেতে উঠুক ক্যাম্পাসের সবুজ প্রাঙ্গনে।
প্রিয় সুহৃদ! আপনার সামান্যতম সহায়তা পারে তার পরিবারের মুখে হাসি ফোঁটাতে।

@মাসুদকে সহযোগিতা করার মাধ্যম...

বিকাশঃ01829430314 (মনির)
বিকাশঃ 01742466947 বিকাশঃ01776868155(সামিউল)
রকেটঃ01829430314-5
নগদঃ01829430314
@md monir hossain
Acc. Name: আল সাদী ভূইয়া 
Acc no: 0947101241771
পূবালী ব্যাংক লিমিটেড 
শাহবাগ শাখা