কুয়েটে শেখ কামাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৪:২৪ অপরাহ্ন   |   বিজ্ঞান ও প্রযুক্তি


 বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবনির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে নবনির্মিত এই স্থাপনাটির শুভ উদ্বোধন করেন।


এসময় কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে নবনির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে উদ্বোধনী ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর: