আইফোন ১৩ সিরিজের বিভিন্ন মডেলের দাম

আইফোন ১৩ সিরিজের বিভিন্ন মডেলের দামছবি: সংগৃহীত
ঢাকা: মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ১৩ সিরিজ দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে।
অ্যাপল ডিভাইস আমদানীকারক প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিক্রয় কেন্দ্র জানিয়েছে, ১ লাখ ৩ হাজার টাকায় আইফোন ১৩ মিনি কেনা যাবে।
এছাড়া আইফোন ১৩ এর দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা (২৫৬ জিবি), আইফোন ১৩ প্রো এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা (২৫৬ জিবি), আইফোন ১৩ প্রো ম্যাক্স এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকায় (২৫৬ জিবি) পাওয়া যাচ্ছে।
২০১১ তে যাত্রা শুরু করা গ্যাজেট অ্যান্ড গিয়ার ২২টিরও বেশি আউটলেট নিয়ে এখন ছড়িয়ে আছে ঢাকা শহরের সব প্রান্তে। ২০১৭ সাল থেকে অ্যাপেলের অথোরাইজড রিসেলার হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
দ্রুত ডেলিভারি, ট্রেড-ইন সুবিধা, অফিসিয়াল ওয়্যারেন্টিসহ গ্যাজেট অ্যান্ড গিয়ার অনলাইনের মাধ্যমে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছে সারা দেশে।