শুক্রবার থেকে শুরু টানা ২৮ ঘন্টার সাইবার সিকিউরিটি সামিট ২০২১

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০১:০২ পূর্বাহ্ন   |   বিজ্ঞান ও প্রযুক্তি




আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ভার্চুয়ালি শুরু হবে টানা ২৮ ঘন্টার আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সামিট ২০২১। এ উপলক্ষে গত ১৯ অক্টোবর রাতে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে টানা ২৮ ঘন্টার সাইবার সিকিউরিটি সামিটের বিস্তারিত তুলে ধরার হয়। শুরুতেই লিখিত বক্তব্যে মাধ্যমে আয়োজন সম্পর্কে তুলে ধরেন সাইবার সিকিউরিটি সামিট ২০২১ এর কনভেনার অ্যাডাম তানজিল।


এ পরে শুরু হয় সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্বে জানানো হয়, বিশ্বব্যাপী এখন সবচেয়ে বড় সমস্যা হল সাইবার সিকিউরিটি। বিশ্বের বড় বড় দেশে এ সমস্যা সামলাতে হিমশিম খাচ্ছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও রাশিয়াকে তার দেশে সাইবার হামলা না করার অনুরোধ করেছে।বাংলাদেশে সাইবার ক্রাইম একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।এখন সন্ত্রাসবাদে মানুষ ভয় পায় না। এখন বেশি ভাগ দেশ ও মানুষ ভয় পায় সাইবার ক্রাইম নিয়ে। তাই সবাইকে সাইবার সিকিউরিটি বিষয় আরো বেশি সচেতন হতে হবে।  আগামী দিনে পৃথিবীতে যদি কোনো যুদ্ধ হয় সেটা হবে সাইবার যুদ্ধ। তখন কোনো পারমানবিক অস্ত্র নিয়ে যুদ্ধ হবে না। যুদ্ধ হবে প্রযুক্তির মাধ্যমে। এ সামিটের মাধ্যমে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ সবাই সাইবার সিকিউরিটি সম্পর্কে আরো ভালো ভাবে জানতে পারবে। এ সামিটের পরে সাইবার সিকিউরিটি সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। এবং তাদের প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দিতে পারবেন।


বেকারত্ব দুর করতে সামিট কিভাবে সাহায্য করবে? এমন প্রশ্নের জবাবে, সামিটে ৮টি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ট্রেনিংগুলো করাবেন বিশ্বের সেরা সাইবার সিকিউরিটি বিশেষঙ্গরা। এ সেশনগুলো থেকে আমাদের দেশের বেকাররা উপকৃত হতে পারবেন। শুধু বেকাররাই না আমাদের দেশের শিক্ষার্থী, যারা পড়াশোনার শেষ করে চাকরির বাজারের প্রবেশের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এ ট্রেনিং সেশনগুলো কাজে দিবে।


ব্যবহারকারীরা কিভাবে সাইবার হামলা থেকে মুক্ত থাকতে পারে এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলেনের জানানো হয়, অনেকেই প্রযুক্তিগত নিরাপত্তার কথা ভালো ভাবে জানে না। তারা কিভাবে তাদের তথ্য বা লেখা নিরাপদ রাখবে সে বিষয়ে তাদের তেমন জ্ঞান নাই। সাইবার সিকিউরিটি সামিটের এ বিষয় বিভিন্ন আলোচনা করা হবে। এ আলোচনা সাংবাদিকসহ সব শ্রেণীর মানুষের কাছে দিবে বলে আমার বিশ্বাস। এক প্রশ্নের জবাবে জানানো হয় শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি সামিটের বিনামূল্যে অংশ নিতে পারবেন।


প্রসঙ্গত, ডিজিটাল সিকিউরিটি সামিট ২০২১ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। আরো উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জনাব শেখ রহমান, শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল।


আয়োজনে ৫০ জনের বেশি আন্তর্জাতিক বক্তা অংশগ্রহণ করবেন। টানা ২৮ ঘন্টার এ আয়োজনে ২০টির বেশি দেশের ৫ হাজার থেকে থেকে ৮ হাজারের বেশি অংশগ্রহণকারী অনলাইনে যুক্ত হবে। বৈশ্বিক সাইবার হুমকির সুরক্ষা, সনাক্তকরণ এবং প্রতিক্রিয়া জানতে বাংলাদেশে সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো এ সামিটে অংশ নিবে।   

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর: