দারাজে নতুন রেকর্ড গড়ল সি সিরিজের ফোন রিয়েলমি সি২১ওয়াই, পাওয়া যাচ্ছে দেশব্যাপী

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০২:১৬ পূর্বাহ্ন   |   বিজ্ঞান ও প্রযুক্তি


দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্লাটফরম দারাজে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া স্মার্টফোন হিসেবে নতুন রেকর্ড করলো তরুন প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র সি সিরিজ থেকে সম্প্রতি বাজারে আসা স্মার্টফোন রিয়েলমি সি২১ওয়াই। দারাজে ৩ হাজার ইউনিট রিয়েলমি সি২১ওয়াই বিক্রি হয়েছে মাত্র ১ মিনিটে। 
গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত দারাজের ফ্ল্যাশসেলে ক্রেতাদেরকে দারুন অফারে সি২১ওয়াই কেনার চমৎকার সুযোগ দেয় রিয়েলমি। বাজারমূল্য ১২,৪৯০ টাকা হলেও ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে ক্রেতারা এ ফোনটি কিনতে পেরেছেন মাত্র ১১,৪৯০ টাকায়। এর পাশাপাশি, ফ্ল্যাশসেল থেকে সি২১ওয়াই কেনা ক্রেতাদের জন্য ছিল ১২ মাসের বর্ধিত ওয়ারন্তেি সুবিধা, জিপি, রবি ও বাংলালিংক থেকে বিনামূল্যে ইন্টারনেট অফার উপভোগের সুযোগ, উপহার হিসেবে রিয়েলমি স্পোর্টস বোতল এবং ৩ মাসের ইএমআই সুবিধা। ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে মুহুর্তেই এই ফোনের সব ইউনিট বিক্রি হয়ে যায়।  
টিইউভি রাইনল্যান্ড কর্তৃক সনদপ্রাপ্ত সি২১ওয়াই–এ রয়েছে ইউনিসক টি৬১০ প্রসেসর, ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। বাজারে ক্রস ব্যাক ও ক্রস ব্লু এ দুটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, ৬.৫ ইঞ্চির ডিসপ্লে এবং দুরান্ত অক্টা-কোর প্রসেসর। টিইউভি রাইনল্যান্ড থেকে সনদপ্রাপ্ত অল্পকিছু ফোনের মধ্যে একটি হল রিয়েলমি সি২১ওয়াই। ফলে স্মার্টফোনটি নিশ্চিত করেছে দুরান্ত বিল্ড কোয়ালিটি। 
ফোনটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। স্মার্টফোন ব্যবহারকারীরা এখন দেশের যেকোনো আউটলেট থেকে এ ফোনটি কিনতে পারবেন। কেনার জন্য নিকটতম ব্র্যান্ডশপ ভিজিট করতে ক্লিকঃ  যঃঃঢ়ং://পঁঃঃ.ষু/ৎবধষসবথইৎধহফথঝযড়ঢ়
রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুন ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাডাও রিযলেমি তরুন প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নয়িে আসবে। ক্যানালিসের তথ্য মতে, ২০২১ সালের দ্বত্বিয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড হয়েছে রিয়েলমি। কাউন্টারপযন্টে রিসার্চের তথ্য অনুযায়ী, রিয়েলমি সম্প্রতি বিশ্বব্যাপী শীর্ষ ৬ স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে। 

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর: