অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক করলেন ফখরুল

 প্রকাশ: ১৫ মে ২০২২, ০৮:২০ অপরাহ্ন   |   রাজনীতি


 বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর-এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রোববার (১৫ মে) দুপুরে গুলশান-২ নম্বরে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের অফিসে এ বৈঠক হয়।


 
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে অস্ট্রেলিয়ান হাইকমিশনে যান মির্জা ইসলাম আলমগীর। তিনি প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

মির্জা ফখরুল বলেন, এটা ছিল আমাদের নিয়মিত বৈঠকের একটা অংশ। আমরা প্রায়ই এ ধরনের বৈঠক করে থাকি।  

রাজনীতি এর আরও খবর: