সৌদিতে কিছু রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সৌদি আরবে থাকা অল্প কিছু রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার (২১ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কক্সবাজারে সৌদি আরবের অর্থায়নে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সৌদি দূতাবাস। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেওয়ার বিষয়ে আমরা ভুলেও চিন্তা করি না। তবে সৌদিতে অবস্থানরত অল্প কিছু রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়াতে আরও সক্রিয় ভূমিকা রাখবে সৌদি আরব। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলায় অর্থ সহায়তাও দেবে সৌদি আরব।