আবারও করোনায় আক্রান্ত রুমিন ফারহানা

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২২, ১১:২৪ অপরাহ্ন   |   রাজনীতি


 আবারও করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে, তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে, করোনার শুরুতে ২০২০ সালে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।

রাজনীতি এর আরও খবর: