জেসিআই ঢাকা ইউনাইটেডের ২০২২ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৪:১৫ অপরাহ্ন   |   রাজনীতি



২০২২ সালের জন্য জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা ইউনাইটেডের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।  

সম্প্রতি রাজধানীর গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।


এতে ২০২২ সালের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. এজাজুল হাসান খান।
মো. এজাজুল হাসান খান বর্তমানে ইউরো ভিজিল (প্রা.) লি.- এর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কাজ করছেন। তিনি বলেন, তারুণ্যনির্ভর এ সংগঠনের মূল লক্ষ্য থাকবে সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণের পাশাপাশি আরও বেশি সক্রিয় সদস্যের অন্তর্ভুক্তিকরণ।

বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত আসন্ন বছরের কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন আইপিএলপি মো. আশিকুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুনতাসির মামুন, ভাইস প্রেসিডেন্ট সানি কাজী সাদ বিল্লাহ ও এরশাদ হাসান ভুবন, সেক্রেটারি জেনারেল তানভীর আহমেদ, ট্রেজারার মাহমুদুল হাসান গাজ্জালী তালুকদার, জেনারেল লিগ্যাল কাউন্সিল সৈয়দ আহমদ আলী, ডিরেক্টর শারমিন রহমান, মিফতাহুল জান্নাত লিমা, নাদিয়া খান ও উম্মে নূর।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এটির ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।

রাজনীতি এর আরও খবর: