‘রাজনীতিতে নির্বাচনের বিকল্প এখনো কেউ আবিষ্কার করতে পারেনি’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজনীতিতে নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি। সারাদেশে উন্নয়নের একটা জোয়ার চলছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হচ্ছে না। সর্বত্র উন্নয়ন চলছে।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভার শান্তিবাগ মনুনদীর পাড়ে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (UGIIP-III) প্রকল্পের মাধ্যমে গৃহীত মনুনদীর পাড়ে ওয়াকওয়ে, রাস্তা,লাইটিং এবং সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ল্যান্ডস্ক্যাপিং, দুর্লভ ফুল ও ফলের গাছ রোপণ এবং রাস্তার সৌন্দর্যবর্ধনকরণ।
গাজীপুর সিটি মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে কালগাজীপুর সিটি মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে কাল
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, মসজিদ-মন্দির-গির্জা সকল কিছু মিলে বাংলাদেশে সকল জাতির বসবাস। হিন্দু-বৌদ্ধ-খৃস্টান, মনিপুরী, সাঁওতাল, খাসিয়া-গারো সকলের বাংলাদেশ। মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই। সকল মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বসবাস করবে। সকলে মিলে একটি পরিবার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: নকিবুর রহমান । বিকেলে পরিকল্পনা মন্ত্রী জেলার কমলগঞ্জ উপজেলার মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের মহা – রাসলীলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন: এনামুল হক শামীম শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন: এনামুল হক শামীম
পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।