যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গৃহহীনকে ঘর হস্তান্তর

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০৫:০৭ অপরাহ্ন   |   রাজনীতি



চট্টগ্রাম: যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর আর্থিক সহায়তায় উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয় প্রকল্পের আওতায় মো. আব্দুল হালিমকে ঘর হস্তান্তর করা হয়েছে।  

এ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।


প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম। সভাপতিত্ব করেন যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী নেতা হাজী ওমর ফারুক, হাজী মো. শামসুদ্দিন, আলী আকবর চৌধুরী, জাকের আহমদ, শামসুল আলম, ডা. ওসমান, মো. নাছির আহমেদ, মো. হাসান, মো. লোকমান, জাহিদ হোসেন খোকন, মুসলিম উদ্দিন, দিদারুল আলম, সাদ্দাম হোসেন জয়, সাজ্জাদ হোসেন, সারওয়ার আলম রাহাত, আবদুল মান্নান সুমন, অপু সরকার, সাইদুজ্জামান রাকেস, নুসরাত জাহান প্রমুখ।

ঘর পেয়ে আবদুল হালিম বলেন, আর্থিক অসঙ্গতির কারণে এতদিন গৃহনির্মাণ করা আমার পক্ষে সম্ভব হয়নি। যুবলীগ নেতা দেবুর সহযোগিতার আমি পরিবার নিয়ে থাকার জন্য একটা ঘর উপহার পেয়েছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বর থেকে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন চত্বরে মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মো. ইসমাইল এর সঞ্চালনায় সমাবেশে মিলিত হয়।  

এসময় বক্তব্য দেন মহানগর যুবলীগ নেতা রঞ্জিত কুমার শীল, প্রফেসর নুরনবী পারভেজ, মো. লোকমান, রায়হান নেওয়াজ সজিব, মারুফ আহমেদ সিদ্দিকী, সাজ্জাদ আলী জুয়েল, ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী, জাহিদ হোসেন খোকন, ইমতিয়াজ সুমন, দিদারুল আলম, কাজী মো. আরিফ, মো. নুরুল ইসলাম রাসেল, মো. এমরান হোসেন, মাকসুদুল আলম জিকু, মোশারফ হোসেন শাপলু, মাহবুব হোসেন কিরন, সোহেল রানা, সালাউদ্দিন, জহির রায়হান, মারুফুল ইসলাম মারুফ, মো. সাজিবুল ইসলাম সজিব, যুবায়ের হোসেন অভি, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি, রমজান আলী, মো. মিজান, আবদুল জব্বার জনি, সাদ্দাম হোসেন জয়, মো. টিপু, মো. আরমান, মনির উদ্দিন রুবেল, ওমর ফারুক, ফরহাদ আহমেদ সিফাত, তারিকুল ইসলাম প্রমুখ।

রাজনীতি এর আরও খবর: