গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি প্রাঙ্গণে বৃক্ষ রোপণ

মো: নয়ন দেওয়ান (গজারিয়া, মুন্সীগঞ্জ) :
মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া উপজেলায় গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি(জিস্ট) প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এম,পি।
আজ শনিবার সকাল ১০ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার প্রথম কারিগরি প্রতিষ্ঠান গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি(জিস্ট) প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফজিলাতুন নেসা ইন্দিরা এম,পি।
এ সময় উপস্থিত জেলা প্রশাসক নাহিদ রসূল,পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম,গজারিয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী,গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন,উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরী,প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,শিক্ষানুরাগী ড.আব্দুল মান্নান সরকার।
এ সময় মাননীয় মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, গজারিয়ায় প্রথম এই কারিগরি প্রতিষ্ঠানটির জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।