সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর শূন্য আসনের উপ-নির্বাচনে নৌকা প্রার্থী কবিতা বিজয়ী

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১২:১৮ অপরাহ্ন   |   রাজনীতি


 শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) :   একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। প্রফেসর মেরিনা জাহান কবিতা নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লক্ষ ৪ হাজার ২০০ শত ভোট। তার নিকটতম প্রতিদ্বনদ্বী জাতীয় পার্টি মনোনীত মো. মোক্তার হোসেন লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৮ ভোট। সতন্ত প্রার্থী মোঃ হুমায়ন ক‌বির মটরগাড়ী (কার) প্রতিক ৩১৯ ভোট পে‌য়ে‌ছেন। মঙ্গলবার (০২ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ১৬০টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপ-নির্বাচনে শাহজাদপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২০ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৩৪৩ জন ও মহিলা ভোটার সংখ্যা ২ লক্ষ ৫ হাজার ৪৩৭ জন। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করেন। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

রাজনীতি এর আরও খবর: