গ্রিক ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি এখন গ্রিক ভাষায়ও পাওয়া যাচ্ছে। ৩১ অক্টোবর গ্রিসের রাজধানী এথেন্সের ত্রিয়ানন থিয়েটারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বইয়ের গ্রিক ভার্সনের মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভিডিও বার্তার মাধ্যমে বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। প্রধান বক্তা ছিলেন সাবেক শিক্ষা সচিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।
গ্রিস যুবলীগের আহ্বায়ক মো. কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মো. মামুনুর রশীদ, ড. সাজ্জাদ হায়দার লিটন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, গ্রিস আওয়ামী লীগ সভাপতি মান্নান মাতব্বর, যুবলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, কেন্দ্রীয় সদস্য সাজু সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রিস যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রাসেল মিয়া ও সদস্য আশিকুর রহমান।
অনুষ্ঠানের যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বাংলা ও বাঙালির ইতিহাসের স্মারক গ্রন্থ ৷ প্রকাশ পাবার পর এ পর্যন্ত ইংরেজি, উর্দু, জাপানি, মান্দারি (চীনা ভাষা), আরবি, ফরাসি, হিন্দি, তুর্কী, নেপালি, স্পেনিস, অসমীয়া, ইতালীয়, মালয়, কোরীয়, রুশ ও সর্বশেষ মারাঠি ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে। তারই ধারাবাকিতায় এবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গ্রিস শাখার উদ্যোগে গ্রন্থটি গ্রিক ভাষায় রূপান্তর করে প্রকাশ করা হল; যা সত্যিই আনন্দের। এমন মহৎ কর্মের সম্পৃক্ত সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।