দুর্গাপূজা সুষ্টভাবে উদযাপন করতে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে---পরিকল্পনামন্ত্রী

শামসুল কাদির মিছবাহ (সুনামগন্জ):
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে সুষ্টভাবে উদযাপন করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা দরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে এব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি বাড়াতে হবে।
রোববার সকালে সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিকের সঞ্চালনায় সভায় অংশ নেন সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমানরাজু প্রমুখ।
সভায় সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, আবহমান কাল থেকেই হিন্দু মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের লোকজন মিলেমিশে বসবাস করছি। এই ধারা অব্যাহত রাখতে হবে।