কুমিল্লা-৭ আসনের নৌকার মাঝি প্রাণ গোপাল দত্ত

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৭ অপরাহ্ন   |   রাজনীতি


কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (৬৮)।

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করছেন।


এ দেশের চিকিৎসা সেবায় অনন্য অবদানের জন্য ২০১২ সালে গোপাল দত্তকে চিকিৎসা বিদ্যায় ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়।

উল্লেখ্য, সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ সংসদীয় আসনের ৫ বারের এমপি অধ্যাপক মো. আলী আশরাফ (৭৪) গত ৩০ জুলাই মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

রাজনীতি এর আরও খবর: