আলোচনায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের কমিটি

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ০৫:০৯ অপরাহ্ন   |   রাজনীতি


নাজিম বকাউল (ফরিদপুর) : 
ফরিদপুর জেলা আওয়ামীলীগের কমিটি গঠনে সভাপতির আলোচনায় ফরিদপুরের তৃণমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক  সৈয়দ  মাসুদ হোসেন ও অপরজন হচ্ছে সহ-সভাপতি এ.কে আজাদকে চান।
সৈয়দ মাসুদ হোসেনকে পছন্দ করেন কারণ তিনি তৃণমূল থেকে রাজনীতি করে এ পর্যন্ত এসেছেন। আর এ.কে আজাদকে পছন্দ করছেন তিনি শিল্পপতি, হা-মিম গ্রুপ ও সমকাল পত্রিকার-চ্যানেল ২৪ কর্ণধার, নিরিবিলি ব্যক্তিত্ব এটিই হচ্ছে প্লাস পয়েন্ট্ তিনি  যদি মনে করেন ফরিদপুরের অনেক দলীয় বেকার ছেলেদের কর্মসংস্থান করে দিতে  পারবেন। বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের নিয়ে এক জরিপে এরকম তথ্য পাওয়া যাচ্ছে। একশত এগার জন বিভিন্ন শ্রেণীর  নাগরিকদের উপর জরিপে এই দুই জনের যেকোনো একজনকে ফরিদপুরের জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চায়। জরিপে প্রথমে আছেন সৈয়দ মাসুদ হোসেন এবং ২য় স্থানে আছেন এ.কে আজাদ।
এই অনুসন্ধ্যান জরিপে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী লোকজনের মতামতের ভিত্তিতে এ অনুসন্ধ্যানী রির্পোটি করা হয়েছে। 

রাজনীতি এর আরও খবর: