জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ পালন

জি.এম.কৃষ্ণা শর্ম্মা (কমলগঞ্জ , মৌলভীবাজার) :
সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের হলরুমে বঙ্গবন্ধুর স্মরণে লেখা 'কালস্রোতে চিরায়ত বঙ্গবন্ধু' সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও আলোচনা পরিচালিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেখক-গবেষক আহমেদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান, প্রভাষক দীপংকর শীল, ছাত্রলীগ নেতা হাসান আহমদ, শিক্ষার্থী জি.এম.কৃষ্ণা শর্মা প্রমুখ।
মোড়ক উন্মোচন ও আলোচনা সভা শেষে ১.৩০ ঘটিকায় নামাজ শেষে মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল করিম দোয়া পরিচলনা করেন এবং দোয়া মাহফিল সম্পূর্ণ হয়।
