বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ০৩:০২ পূর্বাহ্ন   |   রাজনীতি



অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি সদস্যকে ‘প্রাণঢালা অভিনন্দন’ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা।এর আগে মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানে জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে সেটাই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এই সিরিজের আগে জয় ছিল না একটিও। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষেই জয় হয়ে গেল দুটি! দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। যে কোনো ধরনের ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়াকে টানা দুই ম্যাচে হারাল বাংলাদেশ। সফরকারীদের ১২১ রান ৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় মাহমুদউল্লাহর দল।


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক।  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে মিশেল মার্শ সর্বোচ্চ ৪৫ রান করেন।দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরে মোস্তাফিজ-সাকিবরা। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান তিনটি, শরিফুল ইসলাম দুটি এবং সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান নেন একটি করে উইকেট নেন।

শুরুতেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে  বোল্ড হন সৌম্য সরকার।মিচেল স্টার্কের প্রথম বল কাভারে ড্রাইভ করেছিলেন সৌম্য। পরের বলটি ছিল স্টাম্পে। জায়গায় দাঁড়িয়ে ক্রস ব্যাটে খেলার চেষ্টায় ব্যাটে ছোঁয়াতে পারেননি। এলোমেলো হয়ে যায় স্টাম্প।দুই বলে শূন্য রানে ফিরেন সৌম্য। পরের তিন বলে তিনটি বাউন্ডারি মারেন নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান। এর তৃতীয়টিতে ঝাঁপিয়ে বলের নাগাল পাননি কিপার ম্যাথু ওয়েড।  সৌম্য আউট হওয়ার ঠিক পরের ওভারে জশ হ্যাজলউডের বলে বোল্ড নাঈম শেখ।স্টাম্প সোজা বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফিরলেন মোহাম্মদ নাঈম শেখও। জায়গায় দাঁড়িয়ে লেগে খেলার চেষ্টায় একটু নিচু হওয়া বলের নাগাল পাননি বাঁহাতি এই ওপেনার। উপড়ে যায় স্টাম্প। ওভার প্রতি প্রয়োজন নেমে এসেছিল সাড়ে পাঁচের নিচে। স্রেফ এক-দুই করে খেললেই হলো। তবুও ঝুঁকি নিলেন সাকিব আল হাসান। এর মাশুল দিলেন বোল্ড হয়ে।
 কোনো বিপদ ছিল না অ্যাশটন অ্যাগারের বলে। স্পিন করে বেশ বেরিয়ে যাচ্ছিল। তবুও তাড়া করতে গেলেন মাহমুদউল্লাহ। সেই চেষ্টায় ডেকে আনলেন বিপদ। ব্যাটের কানায় লেগে হলেন বোল্ড।  ১ রানের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর বিদায়ে পথ হারাতে বসেছিল বাংলাদেশ। ছক্কা মারার পর শান্ত হয়ে গিয়েছিলেন মেহেদি হাসান। হঠাৎ করেই যেন খেই হারালেন। অকারণে তেড়েফুড়ে মারতে গেলেন অ্যাডাম জ্যাম্পাকে। লেগ স্পিনারের বলে লাইন মিস করে হলেন স্টাম্পড। বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই উইকেট পেয়ে যাচ্ছিলেন মিচেল মার্শ। এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে গেছেন আফিফ হোসেন।বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, বল পড়েছিল লেগ স্টাম্পের বাইরে।

শেষ পর্যন্ত আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান চাপের মধ্যে পথ দেখালেন দলকে। দ্রুত ৩ উইকেট হারানোর পর দলকে টানছেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। দারুণ ব্যাটিংয়ে দুই জনে ৩৮ বলে উপহার দিয়েছেন পঞ্চাশ রানের জুটি। তাদের ব্যাটে জয়ের দুয়ারে বাংলাদেশ।রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ।


হেরে যাওয়া ম্যাচে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। তিন পেসার ও দুই স্পিনার নিয়েই খেলছে সফরকারীরা। অস্ট্রেলিয়া একাদশ: অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।
একই দল নিয়ে বাংলাদেশ

২৩ রানে জেতা দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকরা খেলছে একই দল নিয়ে। বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

রাজনীতি এর আরও খবর: