শেখ হাসিনার আম উপহার : বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতারা

প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দেন। এবারও ব্যতিক্রম হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামানাথ কোবিন্দকে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের হাড়িভাঙা আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দে মোদী চিঠিতে লিখেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে।ঢাকা সফরকালে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছিল, এই আম উপহার সেটাকে স্মরণ করিয়ে দিলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে মৌসুমী ফল আম পাঠিয়েছেন। উপহার হিসেবে ১২০ কার্টন আম পাঠানো হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, ত্রিপুরার বিপ্লব কুমার দেবের জন্য ‘হাঁড়িভাঙা’ আম উপহার পাঠান। উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়েছেন। আজ রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জাকার্তার বাংলাদেশ দূতাবাস ইন্দোনেশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠানো এক হাজার কেজি আম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে হস্তান্তর করে।
প্রেসিডেন্ট সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসার এ উপহার গ্রহণ করেছেন।
রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়েছেন। ব্রুনাইয়ের সুলতানকে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের এ আমগুলো ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।
গত শুক্রবার ২৩ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ১ হাজার কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোস্তফা জামিল খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহার দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই উপহারের আম হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বাংলাদেশের প্রসিদ্ধ এই ’হাড়িভাঙা’ আম গ্রহণ করে শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে পাঁচশ কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন।সোমবার সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকির- এর কাছে এসব আম হস্তান্তর করেন।
জুলাই মাসের শুরুতেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসেকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম রাজাপাকসের হাতে উপহারের আম হস্তান্তর করেন। এ সময় উপহারের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। এই উপহারকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন রাজাপাকসে।