জাতিসংঘের ত্রাণ নিয়ে নৌবাহিনীর ২ জাহাজ ভাসানচরে

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৫:৪০ অপরাহ্ন   |   জাতীয়



জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সহায়তায় নৌবাহিনীর‌ দুইটি জাহাজ ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে‌ পৌঁছেছে। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে এ ত্রাণ সামগ্রী পৌঁছায়।
 ‍
ওই দুই জাহাজে ১৩৭ দশমিক ২৮ মেট্রিক টন ত্রাণ সামগ্রী রয়েছে। এটি ত্রাণ সামগ্রীর প্রথম চালান। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন। 

তিনি জানান, জাতিসংঘ থেকে পাঠানো এসব ত্রাণ সামগ্রী বিডিআরসিএস এর তত্ত্বাবধানে ভাসান চরে ওয়্যারহাউজে রাখা হয়েছে। আগামী সপ্তাহে এগুলো রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হতে পারে।

এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, মাদুর, কম্বল, বালতি, সোলার ল্যাম্প, কিচেন সেট ও সাবানসহ ১১ ধরনের উপকরণ। 

জাতীয় এর আরও খবর: