‘সিটিং সার্ভিস’ বন্ধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত
রাজধানীতে গণপরিবহনে ‘সিটিং সার্ভিসের’ নামে অনিয়ম বন্ধে মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়সহ অন্যান্য অভিযোগের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম রবিবার (১৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বলেন, ‘সিটিং সার্ভিস, গেটলকের নামে কেউ যেন অতিরিক্ত ভাড়া না নেয়, তা নিশ্চিত করা হবে।’ তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ৮টি এবং জেলা প্রশাসনের ২টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে কাজ করছে।’
তিনি বলেন, ‘এক টাকা বেশি ভাড়া নিলেও আমরা ধরছি। এছাড়া অন্য কোনো সমস্যা থাকলেও সেটাও দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।’ ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত ৭ নভেম্বর বাসভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয় সরকার। পরদিন থেকে সেই ভাড়া কার্যকর হয়। এরপর রাজধানীতে বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসতে থাকে।