সকাল থেকে বন্ধ বাস-পণ্যবাহী পরিবহন, ভোগান্তিতে মানুষ

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০৪:২৭ অপরাহ্ন   |   জাতীয়



বগুড়ায় ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। ফলে আজ সকাল ৬টা থেকে সারা দেশে বন্ধ রয়েছে বাস চলাচল। একইভাবে সারা দেশে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে।


এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে বগুড়ায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বাস মালিকরা। বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এই ঘোষণা দেন।

আমিনুল ইসলাম বলেন, এটি আমাদের অস্তিত্বের লড়াই। জ্বালানি তেলের যে অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে, তাতে বাস চালানো কঠিন হবে। লোকসান দিয়ে ব্যবসা করা সম্ভব না। তাই বাস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শুক্রবার সকালে বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথায় গিয়ে দেখা গেছে টার্মিনাল থেকে কোন বাস বা ট্রাক চলাচল করছেনা। বগুড়ার উত্তরাংশের রংপুর বিভাগের কোন বাস ট্রাক বগুড়ায় আসেনি। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

জাতীয় এর আরও খবর: