ইউসিবি ব্যাংকের পরিচালক সৈয়দ মোহাম্মদ নুর উদ্দিন আর নেই

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৬:১৫ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার



চট্টগ্রাম: বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ও ইউসিবি ব্যাংকের পরিচালক সৈয়দ মোহাম্মদ নুর উদ্দিন আর নেই।  

সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।


 
সৈয়দ মোহাম্মদ নুর উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এবং এফবিসিসিআইর সাবেক পরিচালক ও সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক।  

পৃথক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানান।