সালথায় কেক কাঁটার মধ্য দিয়ে পালিত হলো দৈনিক নবচেতনা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০২:৩৪ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার




জাকির হোসেন (ফরিদপুর) :

ফরিদপুরের সালথায় কেক কেটে দৈনিক নবচেতনা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর ) সন্ধ্যা ৬টায় দৈনিক নবচেতনার সালথা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক নবচেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক সেলিম মোল্যা, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান,  দৈনিক দিনকালের প্রতিনিধি এফএম আজিজুর রহমান, দৈনিক মানবজমিনের প্রতিনিধি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত  প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি শরিফুল হাসান, দৈনিক গনমুক্তির প্রতিনিধি আকাশ সাহা, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বিধান মন্ডল প্রমুখ। 

এসময় উপস্থিত সকলে দৈনিক নবচেতনা পত্রিকার সাফল্য কামনা করেন।