ড. আহমেদ সুমন এর জন্মদিন আজ

লেখক,গবেষক ও জনসংযোগবিদ ড: আহমেদ সুমন এর জন্মদিন আজ । ড: মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সুমন নামেই বেশি পরিচিত।
ড: আহমেদ সুমন বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সমিতির সহ-সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ( জনসংযোগ অফিস) ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে (২২ তম ব্যাচ, ৯২-৯৩ সেশন) সরকার ও রাজনীতি থেকে স্নাতক, মাস্টার্স, ইতিহাস বিভাগ থেকে এম ফিল, রাজনৈতিক অনুসন্ধানমূলক সাংবাদিকতায় সরকার ও রাজনীতি বিভাগ হতে পি এইচ ডি ডিগ্রি লাভ।
২০০০ সালের ২৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসে সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান। বর্তমানে ভারপ্রাপ্ত পরিচালক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। দৈনিক জনকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন। বই বেরিয়েছে জনসংযোগ তত্ত্ব ও প্রয়োগ নামে একটি। গণ মাধ্যম ভাবনা নামে ২য় বইটি আগামী বইমেলায় প্রকাশের অপেক্ষায়।