সিরাজগঞ্জ শহরের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা শামীম সেখ আর নেই

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ০১:২৫ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার



শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ)  সিরাজগঞ্জ শহরের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা শামীম সেখ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।তিনি দীর্ঘদিন যাবত ইলিয়ট ব্রীজের (বড়পুল) পশ্চিম পাশে পত্রিকা বিক্রি করে আসছিলেন। ।তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, দৈনিক দোলনচাঁপার প্রধান সম্পাদক ফজল-এ-খোদা লিটন, দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক মোস্তফা কামাল,  দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের সম্পাদক আলাউদ্দিন খান, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ র সম্পাদক শফিক মোহাম্মদ রুমন, পাবনা-সিরাজগঞ্জ এজেন্ট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমির আলী প্রমুখ।