ভালুকা উপজেলা প্রেসক্লাব সভাপতি,সাংবাদিক জাহাঙ্গীর সপরিবারে করোনায় আক্রান্ত

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২১, ০২:৫১ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার


আদ্রিয়া রুম্পা (ভালুকা,ময়মনসিংহ) : 
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভালুকা উপজেলা প্রেসক্লাবের সভাপতি,একুশে টেলিভিশন ও অর্থনীতির কাগজ পত্রিকার ভালুকা প্রতিনিধি,সাংস্কৃতিক সংগঠক এস এম জাহাঙ্গীর আলম,তার স্ত্রী মাহবুবা আলম (৩৫) মেয়ে জিসানুর জাহিন সুচি (১৭),জান্নাতুল নুর সৃষ্টি (১০) মহসিনুর আলম সৃজন (৫) করোনা আক্রান্ত হয়েছেন।
বেশ কিছুদিন যাবৎ অসুস্থতা অনুভব করায় করোনা পরিক্ষার রিপোর্টে ১২ই আগস্ট বৃহস্পতিবার তাদের পজিটিভ আসার পর পরিবারের সবাইকে নিয়ে তিনি  বাসায় আইসোলেশনে রয়েছেন। 
সাংবাদিক জাহাঙ্গীর ও ছোট মেয়ে সৃষ্টি অবস্থা বেশি ভাল নয়,তিনি তার সংস্পর্শে যারা ছিলেন তাদের সাবধানে থেকে করোনা পরিক্ষার পরামর্শ দিয়েছেন,সেই সাথে রিপো্র্ট্ নিগেটিভ না আসা পর্যন্ত শুভাকাংখী এবং স্বজনদের তাদের কাছ থেকে নিরাপদ দুরত্ব বজায়ে রেখে করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন তিনি।
 জানা গেছে, জাহাঙ্গীর আলম তার স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলের করোনা পজিটিভ আসে। তিন জন এখন অনেকটা ভালো আছেন।
প্রসঙ্গত,  তরুণ সাংবাদিক ভালুকার একজন আর্দশিক ও মানবিক এবং সাংস্কৃতিক সংগঠক। সামাজিক উন্নয়নে তার বেশ অবদান রয়েছে।  উপজেলায় করোনা সংক্রমণের শুরু থেকেই বিশেষ করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে মানবিক সহায়তা প্রদান, লকডাউনকালে অসহায় ব্যক্তিদের অর্থ ও খাদ্য সহায়তাদান এবং করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। করোনা রোগীদের জন্য টেলি মেডিসিন ও করোনা প্রতিরোধ জন সচেতনা গড়ে তুলার লক্ষে লাইভ প্রোগ্রামের মাধ্যমে ভালুকাবাসীকে সেবা দিয়ে আসছেন দেড় বছর ধরে।
সর্বশেষ গণ টিকার নিউজ কভার করে আসার পর তার শরীরের অবস্থা বেশি খারাপ হওয়ার পর করোনা পরিক্ষায় বৃহস্পতিবার সপরিবারে পজেটিভ আসে।
মানবিক ওই সাংবাদিক সুস্থ্য জীবনে ফিরতে সবার দোয়া প্রা্র্থনা করেছেন।