আনোয়ারা খানম এর কবিতা "প্রেম বিহার"

"প্রেম বিহার"
আনোযারা খানম
প্রেম --
সেতো নয় শুধু প্রণয়, হাস্যরস
সুখানুভূতি জীবনের,
জ্বালা বিরহের ,যন্ত্রনা অনুভবের
হাহাকার হৃদয়ের -
সব একাকার হয়েই হয়
নির্যাস প্রেমের।
হৃদয় যখন হৃদয়ে হারায়!
নিরব বেদনায় কথা কয়!!
তৃপ্তি খোঁজে না প্রাপ্তি আশায়
প্রকৃত প্রেম তারেই তো কয়।
প্রতীক্ষার রজনী শেষে অনাকাঙ্খিত
প্রভাত,
ঋতুরাজ বসন্তের বিদায়ে চৈতের
খরতাপ,
শূণ্যতার আবর্তে আঁখি যুগলে প্রবাহিত
অনন্ত জল প্রপাত।
সবইতো প্রকৃত প্রেমের প্রকাশ
একখানা বিষাদময় আকাশ!!!
জনম জনম প্রেম আরাধনায় জীবকুল
ভব সংসার,
আনন্দ-আনমনে,বিরহ-বেদনে বহুরূপী
প্রেম বিহার।
প্রেম-
সেতো মরুর খরতপ্ত দুপরে এক ঝাপটা
শীতল বৃষ্টি,
অমাবশ্যর ঘুটঘুটে আঁধারেও নয়ন জুড়ে
ঝলমল দৃষ্টি,
দিগন্ত জুড়ে ধংস প্রাপ্ত ফসলি ক্ষেতের
নব সৃষ্টি।
আনোয়ারা খানম
মিরপুর,ঢাকা
১২এপ্রিল, ২০২২