আনোয়ারা খানম এর কবিতা "হৃদয়"

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০১:৪২ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি





"হৃদয়"
আনোয়ারা  খানম


হৃদয় তুমি থাকো কোথায়
কেমন তোমার কায়া?
তোমাতে কেন উদয় হয়
সবার জন্য মায়া!
কখনও তুমি উথাল পাথাল
আবার কখনও শান্ত-
তোমায় নিয়ে ভাবতে ভাবতে
তাইতো হই ক্লান্ত!
হৃদয় তুমি আগ্নেয়গিরির তীব্র 
দহন-জ্বালা!
তোমার মাঝে বিরাজ করে
অচিন পাখি কালা।
পাখির নেই আবদারের শেষ
কত যে তার চাওয়া-
জীবন বেলা ফুরিয়ে গেলেও 
 মন না যায় পাওয়া।
হৃদয় পাখি শোনেনা কথা
 ধারেনা কারও ধার!
ইচ্ছে হ'লেই উড়াল দেবে, 
ছিড়বে বাঁধন মায়ার!!
সেই পাখিটি দেখেনি কেউ
 কি যে তার আকার?
কেউ বলে সে বাহারী অতি 
কেউ বলে নিরাকার।।


আনোয়ারা  খানম
মিরপুর,ঢাকা
০৯ এপ্রিল,২০২২।