মোঃ জহিরুল হক এর কবিতা "মিরাজ"

 প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৩:০৬ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


মিরাজ
---মোঃ জহিরুল হক


করিতে সাক্ষাৎ মহিমান্বিত সত্তা
ডাকিলেন তার প্রিয় বান্দা,
দিতে তাহার শ্রেষ্ঠত্বের সম্মান।


তন্দ্রাচ্ছন্ন ছিলেন আল-আমিন,
ধরণিতে এলেন জিব্রাইল আমীন,
সঙ্গে নিয়ে বুরাক, আর সঙ্গী মিকাইল।


আলোর চেয়ে তীব্র গতির বুরাক সওয়ারী,
আল-আকসা হয়ে চললেন তিনি আরশে আজিম।
ঊর্ধ্বাকাশে করিলেন আহরণ স্রষ্টার মহিমায়,
বলিলেন কথা রবের তরে আরশে মুয়াল্লায়।
 
পুরো কায়নাত দেখিলো রবের রাসূল মহব্বত,
খুশি হইয়া জিজ্ঞাসিলো প্রভু, কি চাও মুহাম্মদ?
বলিলেন নবি, যদি দিতে হয়, উম্মতের লাগি দিন
খুশি হয়ে দিলেন তিনি নামাজ সর্বজনীন।