রিয়াজুল হক এর কবিতা "তকদির"

তকদির
--রিয়াজুল হক
নবিজির নামে নালিশ লইয়া
চাচার কাছে যায়;
আবু জেহেল আর কুরায়েশ নেতারা
একটা বিহিত চায়।
ভাইপো আপনার যেমন ইচ্ছা
তেমন যেন চলে;
সে যেন মোদের উপাস্যদের
মন্দ নাহি বলে।
নবিজি দিলেন কালেমার দাওয়াত
করিয়া সংযোজন;
সমস্ত আরব আসিবে কব্জায়
লাগিবে না বেশিক্ষণ।
সব মানিতে রাজি তাহারা
কালেমা শুধু নয়;
শ্রেষ্ঠ মানব মুহাম্মাদকে
জাদুকর বলিয়া যায়।
আল্লাহ যদি না চায় কভু
ঈমান কে আনিতে পারে?
তাইতো জেহেল বদরের মাঠে
বেঈমান হইয়া মরে।