সানজানা রহমান এর কবিতা "আমরাও মানুষ"

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৪:০০ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


                  আমরাও মানুষ
                           - সানজানা রহমান


আমি কোনো নারী কিংবা কোনো পুরুষ নই
আমি একজন মানুষ।
তবে এই বৈষম্যমূলক সমাজে দাঁড়িয়ে নিজেকে মানুষ বলতে বড্ড ভয় হয়।
কারন এ সমাজের মানুষতো আমাকে, আমাদেরকে মানুষ বলে মনেই করে না।
সমাজের এই বৈষম্যের বেড়াজাল আমাদের আলাদা করে দিয়েছে সমাজের এই মানুষ থেকে।
একঘরে করে দিয়েছে আমাদের
আমাদের মানুষ নামটাও নেই।
এই পৃথিবীর মানুষগুলো শুধু নারী পুরুষকেই মানুষ বলে।
তারাতো আমাদের মানুষের খাতায় রাখেই না। 
জন্মের পর মানুষ নামক পরিচয়ের খাতায়ও আমাদের নাম ওঠে না।
এই সমাজের মানুষেরা জন্মের সাথে সাথেই আমাদের আলাদা করে দেয়।
আমাদের জন্মকে তারা অভিশাপ মনে করে।
আমরা নাকি শুধু অমঙ্গল ডেকে আনতে পারি।
আমাদের জন্য কারো কোনো মায়া মমতা থাকেই না।
আমরা তৃতীয়  লিঙ্গের, এ কারনেই আমরা পুরোপুরি আলাদা।
আমাদের কোনো জাত নেই,কোনো ধর্ম নেই, 
নেই কোনো সম্মান।
আমাদের নামের পাশে বসে না কোনো পদবী।
এ সমাজ আমাদের মানুষ বলে পরিচয় দিতেও লজ্জা পায়।
 এ সমাজ আমাদের একটা নাম রেখে দেয়
সে নামেই পরিচিত হই আমরা।
কতো বিতৃষ্ণা সেই নামের প্রতি এই মানুষ নামক নারী পুরুষের।
এ সমাজ আমাদের নাম রেখে দেয় "হিজরা"।
আমরা মানুষ হতে চাই
মা-বাবার আলো ছায়ায় ভালোবাসায় 
বেড়ে উঠতে চাই......
[লেখাটা সেই সব তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে, যাদের পরিচয় দিতে এ সমাজ লজ্জা পায়।]